তারপরও বাবাকে সন্তুষ্ট করতে পারেননি সাঙ্গাকারা!

১৫ বছরের ক্যারিয়ারে ২৭৯৬৬ রান করার পর কেউ যদি বলে, ‘ও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি।’ – তাহলে তেলে বেগুনে জ্বলে ওঠাটাই স্বাভাবিক। আর এমন ঘটনাই ঘটেছে সম্প্রতি ক্রিকেটকে বিদায় জানানো কুমার সাঙ্গাকারার ক্ষেত্রে।

আর তার দিকে এই ‘কঠোর’ সমালোচনার আঙুল তুলেছেন তার বাবা কেশেমা সাঙ্গাকারা। ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক কলামে তিনি লেখেন, ‘সবাই বলে ওর অ্যাভারেজ গ্রায়েম পোলক কিংবা গ্যারি সোবার্সদের মত। কিন্তু আমার মনে হয় ও এর চেয়েও ভাল করতে পারতো। এমন অনেকবার ঘটেছে যে বোলারদের কষ্ট করতে হয় নি, ও নিজেই উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে।’

কেশেমার মতে বিশ্বের সেরা ব্যাটসম্যান হলেন স্যার ডন ব্র্যাডম্যান। এটাকে সত্য মেনে তিনি মন্তব্য করেছেন, মাহেলা জয়াবর্ধনের ব্যাটিং টেকনিক সাঙ্গাকারার চেয়ে ভাল। আর এর সাথে এটাও লিখেছেন যে, নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি সাঙ্গা।

লিখেছেন, ‘আমার মতে ওর চেয়ে মাহেলা জয়াবর্ধনের টেকনিক বেশ ভাল। ওর রক্ষণটাও বেশ।’ এমন সমালোচক বাবার কল্যানেই যে চুড়ায় থেকে বিদায় নিতে পারছেন সাঙ্গাকারা সেটা বলে না দিলেও চলে!



মন্তব্য চালু নেই