তামিমকে আইসিসির অভিনন্দন

বাংলাদেশের পক্ষে বেশ কিছু প্রথমের জন্ম দিয়েছেন তামিম ইকবাল। কিছুদিন আগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়িন্ট মিলিয়ে ৯ হাজারি ক্লাবে পৌঁছান তিনি, যা বাংলাদেশের পক্ষে প্রথম। এবার ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবার আগে পাঁচ হাজারি ক্লাবে নাম লেখালেন তামিম।

দারুণ এই কীর্তির জন্য টাইগার এই ওপেনারকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনকি গোটা টাইগার দলের পারফরম্যান্সে খুশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। টাইগাররা ভালো খেলছে!’

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁচ হাজারি ক্লাবের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান তামিম। ২২তম ওভারে ক্রিস ওকসকে বাউন্ডারি মেরে ৬৪ বলে পাঁচ হাজারের এলিট ক্লাবে যোগ দিলেন দেশসেরা এই ওপেনার। ঘরের মাঠেই (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) পাঁচ হাজার রানের গৌরবময় ক্লাবে নাম লেখালেন তিনি। এদিন ৪৫ রানের মাথায় আদিল রশিদের শিকার হন তামিম।



মন্তব্য চালু নেই