তাপল পালকে ক্ষমা করলেন মমতা

বিতর্কিত এমপি অভিনেতা তাপল পালকে ক্ষমা করে দিলেন তৃনমূলনেত্রী মমতা ব্যানার্জি। তাপস পালের ক্ষমতাপ্রার্থনার চিঠির জবাবেই তাকে ক্ষমা করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বুধবার তৃনমূল কংগ্রেসের নির্ধারিত বৈঠকে একথা জানানো হয়।
আসন্ন বাজেট অধিবেশন নিয়ে তৃনমূল কংগ্রেসের নির্ধারিত বৈঠক থাকলেও তাপল পাল ইস্যুতে তা সম্ভব হয়নি। বুধবারের বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, ‘ও একটা ভুল করেছে। ও যা বলেছে সেটা নিন্দনীয়। কোনো ভাবেই সমর্থন করা যায় না। কিন্তু বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করারও কিছু নেই।’
তবে তাপস পালের ইস্যু টেনে তিনি আরও বলেন, আমাদের যেমন দায়িত্বশীল ও সংযমী হতে হবে, তেমনি বক্তব্য দেয়ার সময়ও সতর্ক হতে হবে। খুন করবো, গুন্ডামি করবো এসব না বলে রাজনৈতিক কথা রাজনৈতিক ভাবে বলুন। মনে রাখবেন, আপনাদের একটা কথায় আমার ৭৭ হাজার বুথ যেন নষ্ট না হয়ে যায়।’

অপরদিকে তাপল পালকে ক্ষমা করে দেয়ায় মমতা ব্যানার্জির সমালোচনা করে বারাসাত প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘খুনি ও ধর্ষণকারীদের প্রশ্রয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্যই তৃণমূলের বিধায়ক থেকে সাংসদ নির্লজ্জ ভাবে বাংলা জুড়ে কেবল তাণ্ডব চালাচ্ছে।’

উল্লেখ্য, তাপস পালের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া না হলেও তার বক্তব্য কীভাবে ফুটেজ আকারে গণমাধ্যমের কাছে গেল তা জানতে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ।



মন্তব্য চালু নেই