তাজরীন গার্মেন্টসের নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া তাজরীন ট্র্যাজেডির দুই বছর পূর্ণ হল আজ ২৪নভেম্বর।

সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসের সামনে আগুনে পুড়ে যাওয়া নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকেরা জড়ো হয়েছেন ।গার্মেন্টসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংঘটনের নেতা কর্মীরা ।

অগ্নিকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও এখনো ক্ষতিপূরণ পাননি অনেক শ্রমিক ।   তাই শ্রমিক সংঘটনের নেতা-কর্মীরা সরকার এর কাছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তির দাবি জানান ।

উল্লেখ, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশন লিমিটেডের ভয়াভহ অগ্নিকান্ডে সরকারি হিসেবে প্রান হারায় ১১১ জন । বাস্থবে এর সংখ্যা হয়তো কয়েক গুণ বেশি ।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ার তাজরীন গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই