তাজমহল দেখবেন না ওবামা

ভারতে সফরের সময় তাজমহল দর্শনে আগ্রা যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আগ্রার জেলা মেজিস্ট্রেটের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।

এর আগে স্থানীয় এই সংবাদ মাধ্যমটি জানিয়েছিল, ভারত সফরের সময় ওবামা এবং তার স্ত্রী মিশেল আগ্রার বিখ্যাত স্থাপণা তাজমহল পরিদর্শণে যাবেন। আগামী মঙ্গলবার তাদের সেখানে যাওয়ার কথা ছিল।

কিন্তু পরে যুক্তরাষ্ট্রের এক সরকারি সূত্র জানায়, প্রেসিডেন্ট তার সৌদি সফরের কারণে নির্ধারিত ভারত সফরের সূচীতে কিছুটা কাটছাট করেছেন। ফলে আগ্রায় যাওয়া হচ্ছে না তার। মরহুম বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে সহানুভূতি জানাতেই সৌদি সফরে যাচ্ছেন ওবামা।

আগ্রার কমিশনার প্রদীপ ভাটনগর বলেছেন,‘এ বিষয়ে আমি নিশ্চিত যে, ওবামার আগ্রা সফর বাতিল করা হয়েছে। সফররত মার্কিন টিম জেলা মেজিস্ট্রেটকে এ খবর জানিয়েছে।’ ওবামা এ সফর বাতিল করায় আমেরিকান নিরাপত্তা দলটিও ইতিমধ্যে আগ্রা ত্যাগ করেছে।

উল্লেখ্য, ২০১০ সালে ভারত সফরের সময়ও আগ্রা এবং তাজমহল দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন ওবামা। কিন্তু সময়ের অভাবে সেবারও তিনি নিজের সে খায়েশ পূরণ করতে পারেননি।



মন্তব্য চালু নেই