তবুও ‘সাধারণ এক মেয়ে’ দীপিকা

জীবনকে জটিল অঙ্কের শামিল করে ফল মেলাতে না পারার মতো মর্মান্তিক আর কিছু নেই, তাই সব ধরনের জটিলতাকে অপছন্দ করেন তিনি।

গ্ল্যামার, পুরস্কার, সমালোচকের প্রশংসা, বিজ্ঞাপন, খ্যাতি— কিছুই তার ‘সাধারণ এক মেয়ে’ ইমেজে ছাপ ফেলতে পারেনি। কারণ, তিনি জীবনকে জটিলতাহীন করে দেখতে জানেন। অন্যের কানাঘুষায় ভ্রূক্ষেপ নেই, নিজের সম্পর্কে এমন ধারণাই পোষণ করেন দীপিকা পাডুকোন।

সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলি কথা বলেছেন তার স্ক্রিন ও স্ক্রিন-বহির্ভূত জীবন নিয়ে।

তিনি সাবলীলভাবেই জানিয়েছেন, কিছুই তার জীবনকে বদলাতে পারেনি। জীবন তখনই বদলায়, যখন সেই বদলকে কেউ আন্তরিকভাবে চান। তিনি সেই বদল চাননি বলেই আজও মুক্তভাবে চলাফেরা করতে পারেন। দীপিকা আরও জানান, পেশা তার জীবনকে প্রভাবিত করেনি, এমন নয়। কিন্তু সে সবই খুব গভীর কিছু নয়। জীবনযাপনের ভিত্তিমূলে কোনও পরিবর্তন তার পেশা নিয়ে আসেনি।

এমনকি অতীতকে তিনি মিস করেন না দীপিকা। কারণ, অতীত থেকে তিনি নিজেকে বিচ্যুত মনে করেন না।



মন্তব্য চালু নেই