বরিশাল-৫ উপ-নির্বাচন

তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে তফসিলের পাশাপাশি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এক শতাংশ ভোটারের সাক্ষর নেয়ার বিধানও চ্যালেঞ্জ করা হয়েছে।
রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও বরিশাল বিভাগীয় কমিশনারকে বিবাদী করা হয়েছে।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানির কথা রয়েছে।
আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের জানান, সকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাব হোসেনে হাইকোর্টের বেঞ্চে রিটটি দাখিল করা হয়েছে। সোমবার এ রিটের শুনানি হতে পারে।
ইউনুস আলী আরো জানান, রিটে বরিশাল-৫ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সাক্ষর নেয়ার বিধান বাতিলে রুল জারির আবেদন করা হয়েছে। এছাড়া রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই উপ-নির্বাচন স্থগিত রাখারও আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১১ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১৪ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২১ মে। সদর আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।



মন্তব্য চালু নেই