না.গঞ্জের ৭ খুন

তদন্তের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নির কার্যালয়ে

নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন ‍কুমার সাহাসহ আলোচিত ৭ খুনের ঘটনায় প্রশাসনিক কমিটির তদন্তের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কার্যালয়ে জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার পর আইনমন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ তদন্ত প্রতিবেদন জমা দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ আছে।

প্রমঙ্গত, গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম ও জেলা বারের সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

সাতজন হলেন-নজরুল ইসলাম, তার সঙ্গী তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন, লিটন ও তার গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।



মন্তব্য চালু নেই