তথ্য-প্রযুক্তির যুগে অনলাইন নিউজ পেপারের বিকল্প নেই : এড.লুৎফুল্লাহ এমপি

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের ১০৫, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, সমাজের দর্পণ হিসেবে সংবাদপত্রের কোন বিকল্প নেই। যেকোন দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে সংবাদপত্র ব্যাপক ভূমিকা পালন করে। বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির এ যুগে সংবাদপত্রের সর্বশেষ সংযোজন অনলাইন নিউজ পোর্টাল।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো এই সদস্য আরো বলেন, মুহুর্তের খবর মুহুর্তেই পেতে বর্তমানে অনলাইন নিউজ পেপারের বিকল্প নেই।

সোমবার রাতে এড.মুস্তফা লুৎফুল্লাহ’র সাথে তাঁর বাসভবনে দেশের অন্যতম শীর্ষ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র সম্পাদক আরিফ মাহমুদ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র সম্পাদক আরিফ মাহমুদ।

 

 

আশির দশকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকা মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন, খুব স্বল্প সময়ে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র ব্যাপক পাঠক প্রিয়তা-ই প্রমাণ করে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই অনলাইন পেপারটি শক্ত জায়গা করে নিতে সক্ষম হবে। দেশের স্বার্বভৌমত্ব ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র উত্তর উত্তর সফলতায় তিনিও গর্বিত বলে জানান।
সাক্ষাতকালে সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহকে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র সম্পাদক আরিফ মাহমুদ ও নির্বাহী সম্পাদক দীপক শেঠ ফুলেল শুভেচ্ছা জানান।

নিজের রাজনীতি, সাংবাদিকতা, আইনি পেশাসহ অন্যান্য পুরোনো স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে তিনি এখনো সাংবাদিকতাকে মহান পেশা হিসেবেই দেখেন। তিনি সত্য, বস্তুনিষ্ঠ, সততা ও ন্যায়ের পক্ষে সবসময় লড়াই করার আহবান জানান ‘আওয়ার নিউজ বিডি ডটকম’কে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র নির্বাহী সম্পাদক দীপক শেঠ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র নির্বাহী সম্পাদক দীপক শেঠ।

বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যাপক প্রসারের কথা উল্লেখ করে তিনি বলেন, ল্যাপটপ-পিসির পাশাপাশি এখন প্রায় প্রতিটি মানুষের হাতে থাকা মোবাইলে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেটের প্রসারতা ও সহজলভ্যতার কারণে প্রিন্টিং মিডিয়ার গুরুত্বের পাশাপাশি অদূর ভবিষ্যতে পাঠকের কাছে দেশ-বিদেশের সংবাদ পৌছাতে অনলাইন মিডিয়া অন্যতম ভূমিকা পালন করবে। তার নমূণা ইতোমধ্যে পরিলক্ষিত হচ্ছে।

তিনি ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশের কল্যাণে এগিয়ে যাওয়ার আহবান জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র সম্পাদক আরিফ মাহমুদ ও নির্বাহী সম্পাদক দীপক শেঠ।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপির সাথে ‘আওয়ার নিউজ বিডি ডটকম’র সম্পাদক আরিফ মাহমুদ ও নির্বাহী সম্পাদক দীপক শেঠ।

‘আওয়ার নিউজ বিডি ডটকম’ স্টাফ রিপোর্টার একরামুল কবির, ভ্রাম্যমাণ প্রতিনিধি কামরুল হাসান, সাতক্ষীরার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী, ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই