ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ

নিউমার্কেট থানাধীন গাউসুল আজম মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার বিকেল পৌণে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটের ১১ নম্বর প্রেমা কম্পিউটারের দোকানদারদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টাকা বিকাশ করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল পৌণে তিনটার দিকে এফ রহমান হলের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক ওই দোকানে টাকা বিকাশ করতে যান। টাকা ভাঙতি থাকা না নিয়ে দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হলে ওই দোকানদাররা তাকে লাঞ্ছিত করেন।

দোকানদার আরিফুর রহমান বলেন, ‘ছাত্রলীগের ওই নেতা ৫শ টাকা ক্যাশ আউট করেন। কিন্তু তার কাছে সার্ভিস চার্জের অতিরিক্ত টাকা না থাকায় তিনি আমাকে ভাঙতি করে দিতে বলেন। ভাঙতি টাকা না থাকায় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আমার গালে চড় মারেন। এছাড়া আমার দোকানে থাকা কম্পিউটার ও সিডি ভাঙচুর করেন।’

এদিকে দোকানদার আরিফুর রহমানকে নিউমার্কেট থানায় আটক রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই