ঢাবি ভর্তিপরীক্ষার প্রশ্ন জালিয়াতির অভিযোগে আটক ১২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকালে পরীক্ষার আগের রাতে ১২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, ‘এক ভর্তিচ্ছুকে প্রশ্নপত্র দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যেরভিত্তিতে বাকিদেরকে আটক করা হয়। ডিবি পুলিশের অভিযান অব্যহত আছে।’

তবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর ফার্মগেট, নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে।’

এদিকে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭৬টি কেন্দ্রে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন বরাবরের মতো এবারও ভ্রাম্যমাণ আদালত ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই