ঢাবি ক্যাম্পাসে হরতাল সমর্থক-পুলিশের সংঘর্ষ

রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী হরতালের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা বৃহস্পতিবার সকাল ৬টার দিকে টিএসসি মোড় থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়ে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ পিছিয়ে যায় এবং বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ‌্যানের কাচ ভাঙচুর করে।

বাধা পেয়ে ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা চারুকলা অনুষদের সমানের রাস্তায় অবস্থান নেন এবং সেখানে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমে বলেন, ‘বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। থানার সামানে আমাদের ব্যারিকেড আছে।’

তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের শাহবাগ মোড়ে যেতে বাধা দেওয়া হয়েছে। আশপাশে কয়েকটি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ কারণেই পুলিশ বাধা দিয়েছে।’

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আধাবেলার হরতাল শুরু হয় তেল-গ্যাস খনিজ ও বন্দর বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির আহ্বানে।



মন্তব্য চালু নেই