ঢাবি ও বুয়েটের নাম পরিবর্তনের দাবি খালেদার উপদেষ্টার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম পরিবর্তন করার দাবি জানিয়েছেন।

তিনি বলেন, ‘নবাব স্যার সলিমুল্লাহকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। আর এ কারণে আমি সচিব থাকাকালে তার স্মৃতির প্রতি সম্মান জানাতে তার প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় নাম পরিবর্তন করে নবাব স্যার সলিমুল্লাহ রাখার প্রস্তাব করেছিলাম। কিন্তু সেটি করা হয়নি।’

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তন করে নবাব স্যার সলিমুল্লাহ এবং বুয়েটের নাম পরিবর্তন করে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি রাখার দাবি জানান।

সোমবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে নবাব স্যার সলিমুল্লাহর ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব দাবি জানান। নবাব সলিমুল্লাহ মেমোরিয়াল কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে পারবো কিনা জানি না, তবে ঢাকার ভেতর নতুন কোনো বিশ্ববিদ্যালয় করা হলে নবাব সলিমুল্লাহর নামে করা হবে।’

তিনি বলেন, ‘তৎকালীন নবাব স্যার সলিমুল্লাহ দেশের মানুষের শিক্ষা ব্যবস্থা উন্নতি কল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপি সরকার ক্ষমতায় এলে বাবুবাজার ব্রিজের নাম পরির্তন করে নবাব স্যার সলিমুল্লাহর নামে রাখা হবে।’

সংগঠনের সভাপতি সৈয়দ নাসরুল আহসানের সভাপতিত্বে অন্যদে মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগ বিএমএলের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী আবুল খয়ের, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি এম এ মান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মোহম্মদ রহমতুল্লাহ, সাবেক সচিব, সৈয়দ মার্গুব মোরশেদ, নবাব স্যার সলিমুল্লাহ মোমোরিয়াল কমিটির সাধারণ সম্পাদক খাজা মোহাম্মদ কামেল প্রমুখ।



মন্তব্য চালু নেই