ঢাবির গ ইউনিটে পাসের হার ১৭.৫৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৯৫৬ জন ‍অংশ নিয়ে পাস করেছেন সাত হাজার ১৯৪ জন। পাসের হার ১৭.৫৬ শতাংশ। ফেল করেছেন ৩৩ হাজার ৭৬২ জন।

আজ রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

জানা গেছে, ফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) নিজের অ্যাকাউন্টে লগইন করে ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইলেও পাওয়া যাবে ফল। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DU লিখে একটি স্পেস দিয়ে GA লিখে আরেকটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল লিখে পাঠাতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

গত শুক্রবার সকাল দশটা থেকে মোট ৫৬টি কেন্দ্রে এক ঘণ্টার এ পরীক্ষা একযোগে শুরু হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ১০টি কেন্দ্র রয়েছে।



মন্তব্য চালু নেই