ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের লাশ!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ডাস্টবিনে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নবজাতকটির কোনো পরিচয় মেলেনি। বাচ্চাটির বয়স একদিনও হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সকাল ৯টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের প্রবেশ পথের বিপরীত পাশের ডাস্টবিনের ভেতরে শিশুটিকে দেখতে পান সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। পরে তারা হাপসাতাল কর্তৃপক্ষকে খবর দেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন পরিচ্ছন্ন কর্মী জানান, প্রায়ই এরকম ময়লার টবে করে হাসপাতালের ভেতর থেকে আয়া মালাসহ কয়েকজন গাইনী বিভাগের মৃতদেহগুলো ফেলে দিয়ে যান। কোনো সমস্যা হতে পারে এই ভেবে তারা তা দেখেও মুখ খোলেন না।

তিনি বলেন, ‘হাসপাতালে লাশ সংরক্ষণের জায়গা থাকতেও তারা কেন এভাবে ময়লার মধ্যে ফেলে দেন তা বুঝি না।’

আশপাশে থাকা দোকানদার ও গাড়ী চালকরা বলেন, মানুষ সামাজিক জীব আর সেই মানুষ যদি অমানুষের মতো কাজ করে তবে এর প্রতিকার কে করবে।

তারা জানান, গত কয়েকদিন আগে ডাস্টবিনে পড়ে থাকা এক মৃতদেহ কয়েকটি কুকুর মাংস ছিড়ে খেয়েছিল।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘লোকজন পাঠিয়েছি। তবে শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।’



মন্তব্য চালু নেই