ঢাকা-মাওয়া রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

ঢাকা-মাওয়া রুটে রোববার সকাল থেকে বাস ধর্মঘট ডেকেছে মাওয়া বাস মালিক কল্যাণ সমিতি ও বাংলাদেশ সড়ক ফেডারেশন শ্রমিক ইউনিয়ন।

শিমুলিয়া পার্কিং ইয়ার্ডে বাসপ্রতি ৪০ টাকা টোল আদায়ের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘটের কারণে শিমুলিয়া-মাওয়া ঘাট থেকে সকালে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আর এতে করে হাজার হাজার যাত্রী পরছেন চরম ভোগান্তিতে।

মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির নেতা মো. শেখ জামান, মো. মহিউদ্দিন মিয়া ও বুলেট মিয়া অভিযোগ করে বলেন, ঢাকা-মাওয়া রুটে টোল আদায়ের কোনো নজির ছিল না।

সম্প্রতি বিআইডব্লিউটিএ অবৈধভাবে শিমুলিয়া পার্কিং ইয়ার্ড ইজারা দিয়ে বাস মালিকদের কাছ থেকে টোল আদায় শুরু করেছে। এর প্রতিবাদে ঢাকা-মাওয়া রুটে চলাচলকারী ১৩টি বাস মালিকপক্ষ একমত হয়ে রোববার থেকে এই ধর্মঘটের ডাক দিয়েছে। বিআইডব্লিউটিএ টোল আদায় ইজারা বাতিল না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে।

এ দিকে বিআইডব্লিউটিএ’র শিমুলিয়াঘাটের বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বিআইডব্লিউটিএ সরকারের সকল নিয়ম কানুন মেনেই এই ঘাটের ইজারা আহ্বান করে। এটি অবশ্যই বৈধ ইজারা। আগের ঘাটগুলোতে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে না পারায় টোল আদায় করেনি বিআইডব্লিউটিএ।



মন্তব্য চালু নেই