ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে শনিবার দুপুরে তাঁর উপর এই হামলা হয়। এসময় কয়েকজন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাঁকে কিল-ঘুষি-লাথি দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে তাঁর গায়ের শার্টও ছিঁড়ে যায়।

ড. মাহবুব উল্লাহ জানান, সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুব উল্লাহ। এ অনুষ্ঠান শেষে বের হয়ে আসার সময় ওই কোর্ট চত্বরে তিনি হামলার শিকার হন।

এ ঘটনায় এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টের মতো একটি স্পর্শকাতর এলাকায় এই ধরনের হামলার সঙ্গে জড়িত ‘সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের’ অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



মন্তব্য চালু নেই