ঢাকা বার নির্বাচনে আ’লীগ সমর্থিত সাদা প্যানেলের ভরাডুবি

ঢাকা বারের (ঢাকা জজকোর্ট) নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে আ’লীগ সমর্থিত সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে।

বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে ওমর ফারুকী জয়লাভ করেছেন। এছাড়াও সম্পাদকীয় পদে ১০টি এবং সদস্যপদে ১৫টির মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে নীল প্যানেল। সাদা প্যানেল থেকে সদস্য পদে মাত্র দুজন জয়লাভ করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বার নতুন ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় ভোট গণনা শুরু হয়। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।
২৫ ও ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এবারের নির্বাচনে ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে (২০১৫-২০১৬ বর্ষ) ২৫টি পদে ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৬ জন এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচন করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সাদা ও নীল প্যানেলের মধ্যে।



মন্তব্য চালু নেই