ঢাকায় বসবে ১০ হাজার ডাস্টবিন

আমামী দু’মাসের মধ্যে ঢকা শহরে প্রায় ১০ হাজার ডাস্টবিন বসানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। ডাস্টবিন সঙ্কটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘মার্চ ও এপ্রিলের মধ্যে দক্ষিণ সিটিতে ৫ হাজার ৭০০টি এবং উত্তর সিটিতে ৪ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। প্রত্যেকটি ওয়ার্ডে একশটি করে ডাস্টবিন দেয়া হবে।’

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে প্রত্যেককে একএকজন মেয়রের ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘আমাদের ঢাকা শহরে আমরা সবাই মেয়র। মেয়রের দায়িত্ব সবাইকে নিতে হবে। ঘরের চেয়ে বেশি শহরটাকে পরিষ্কার রাখতে হবে। কারণ আমরা বেশির ভাগ সময় বাইরে থাকি। দুই কোটি লোকের বাসস্থান এ শহরকে একা মেয়র বা কয়েক হাজার কর্মীর পক্ষে পরিচ্ছন্ন রাখা সম্ভব না।’

এসময় তিনি সবুজ, বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করার আহ্বান জানান।

এখনকার ছাত্রসমাজ উত্তাপ বেশি ছড়ায় উল্লখ করে উত্তর সিটি মেয়র আনিসুল হক বলেন, ‘তারা এখন আলো কম ছড়ায়, উত্তাপ বেশি ছড়ায়। নিঃসন্দহে এটি একটি আলো ছড়ানোর উদ্যোগ। প্রত্যকটি মানুষ যদি আলো ছড়ানোর কাজটি একটু একটু করে নিজের কাঁধে তুলে নেয় তাহলে একদিনে সারাদেশ পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যাবে।’

প্রত্যেকদিন একমিনিট করে নিজের দেশ নিয়ে ভাবার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, ‘প্রত্যকের একমিনিট ভাবনা দেশের জন্য ১৪ কোটি ভাবনার সমান হবে। আমাদের যতো সমস্যা আছে সুষ্ঠু পরিকল্পনায় সম্মিলিত প্রচেষ্টায় এগুলে খুব সহজে সবকিছুর সমাধান করা সম্ভব।’

পরিচ্ছন্নতা অভিযানে দুই সিটি করপোরেশনের মেয়র, কর্মকর্তা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।



মন্তব্য চালু নেই