ঢাকায় ছিনতাইয়ের সময় পুলিশের গুলি, নিহত ১

রাজধানীতে কদমতলীতে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে টিকাটুলীতে ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছে।

রোববার বিকালে টিকাটুলীর অভিসার প্রেক্ষাগৃহের সামনের সড়কে এক রিকশারোহীর অর্থ ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ গুলি চালায় বলে ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা জানিয়েছেন।

গুলিবিদ্ধ মো. আকাশকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘণ্টাখানের মধ্যে তার মৃত্যু হয়।

দুপুরে ডিএমপির ওয়ারী বিভাগের কদমতলী থানা এলাকায় তিন মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এর তিন ঘণ্টা পর পুলিশের একই বিভাগে অভিসার প্রেক্ষাগৃহের সামনের সড়কে ছিনতাইকারীর কবলে পড়েন রিকশারোহী এক ব্যক্তি।

ওসি তপন বলেন, অভিসার সিনেমা হলের সামনে তিন ছিনতাইকারী রিকশা আরোহী এক ব্যাংকারকে আটকে টাকা-পয়সা লুট করছিল।

“ওই ব্যক্তির চিৎকারে টহল পুলিশ এগিয়ে গেলে হাতবোমা ফাটায় ছিনতাইকারীরা। তখন পুলিশ গুলি চালালে এক ছিনতাইকারীর দুই পায়ে গুলি লাগে।”

অন্য দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও গুলিবিদ্ধ আকাশকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে বিকাল সাড়ে ৫টায় মারা যান তিনি।

আকাশের কাছে দুটি হাতবোমা পাওয়া গিয়েছিল বলে জানান ওসি।

ওই ব্যাংকারের কাছে ৭৮ হাজার টাকা ছিল। তার মধ্যে আকাশের কাছে ২৮ হাজার টাকা পাওয়া গেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা তপন বলেন, বাকি টাকা নিয়ে অন্য দুজন পালিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।



মন্তব্য চালু নেই