ঢাকায় এ পি জে আবদুল কালাম

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছেছেন।

 

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে দুটি অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

 

এমসিসিসিআই সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তিনি সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ ছাড়াও শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভাষণ দেবেন তিনি।

 

শনিবারের অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন। এ সময় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ প্রসঙ্গে এমসিসিআইয়ের সচিব ফারুক আহমেদ রাইজিংবিডিকে জানান, ১১০ বছর পূর্তি উপলক্ষে এমসিসিআই আয়োজিত দুটি অনুষ্ঠান শেষে শনিবার রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।



মন্তব্য চালু নেই