ঢাকায় আহমদ শফী : আন্দোলনের নির্দেশনা নেবেন নেতারা

ঢাকায় এলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। বিমানে চড়ে বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

শফীর সঙ্গে থাকা খাদেম মুহাম্মদ শফিউল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন

খাদেম শফিউল বলেন, আল্লামা শফী সাভারের আশুলিয়া ইপিজেড এলাকায় একটি আঞ্চলিক সংস্থার আমন্ত্রণে তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্য দেবেন।

আগামীকাল শুক্রবার বেলা আড়াইটায় তিনি নোয়াখালীর বেগমগঞ্জে আরো একটি তাফসিল মাহফিলে অংশ নিতে ঢাকা ত্যাগ করবেন।

আল্লামা শফী শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ভাড়া করা হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করবেন।

হেফাজত নেতারা জানান, আল্লামা শফী সাভারে থাকাকালেই ঢাকার হেফাজতের নেতাকর্মীরা তার সঙ্গে দেখা করবেন। সেখানেই আন্দোলনের দিক নির্দেশনা নেয়া হবে।



মন্তব্য চালু নেই