ড্রোন হামলায় লাদেনের জামাই শীর্ষ আল কায়েদা নেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় সিরিয়ায় আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আবু আল খায়ের আল মাসরি নিহত হয়েছেন। রোববার দেশটির ইদলিব প্রদেশে একটি গাড়িতে থাকা আল মাসরিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানায় মিডল ইস্ট আই।

আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির পর গোষ্ঠীটির দ্বিতীয় শীর্ষ নেতা মিসরীয় নাগরিক আল মাসরি। এ ছাড়া আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মেয়ে জামাই। মাসরি নিহত হওয়ার ঘটনাটিকে অনেক বড় সফলতা হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারী, স্থানীয় কো-অর্ডিনেশন কমিটি একটি গাড়ির বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছে গাড়িটির দুই আরোহী নিহত হয়েছেন।

আল মাসতুমা শহরে ‘আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান’গাড়িটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

আল মাসরির প্রকৃত নাম আব্দুল্লাহ মুহাম্মদ রজব আব্দ আল রহমান। বন্দি বিনিময়ের অংশ হিসেবে তিনি ২০১৫ সালে ইরানের হেফাজত থেকে মুক্তি পান বলে জানা গেছে।

সূত্র : মিডল ইস্ট আই



মন্তব্য চালু নেই