ড্রোনের সঙ্গে ব্রিটিশ যাত্রীবাহী বিমানের ধাক্কা

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে ড্রোনের (চালকবিহীন বিমান) ধাক্কা লেগেছে। তবে এতে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটির কোনো ক্ষতি হয়নি। বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে সোমবার বিবিসি জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের এ৩২০ এয়ারবাসটি জেনেভা থেকে লন্ডন আসছিল। এতে ১৩২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

বিমানের চালক জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণের আগ মুহূর্তে বিমানটির সঙ্গে ড্রোনের মতো একটি বস্তুর ধাক্কা লাগে। অবতরণের পরে এ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। চালকের অভিযোগ সত্যি হলে ড্রোনের সঙ্গে ব্রিটেনে বিমানের ধাক্কা বা সংঘর্ষের এই ঘটনাটি হবে প্রথম।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের বিমান নিরাপদে অবতরণ করেছে। প্রকৌশলীরা বিমানটি পরীক্ষা করেছে এবং পরবর্তী ফ্লাইটের জন্য একে অনুমতি দেওয়া হয়েছে।’



মন্তব্য চালু নেই