ড্রেসিং রুমেও রিয়াদের অবদান আছে: মাশরাফি

দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চলমান আলোচনায় এবার যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এক সাক্ষাৎকারে দলে রিয়াদের বিভিন্ন অবদান নিয়ে কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস।

ফর্ম আগের মতো না থাকলেও মাহমুদউল্লাহর বর্তমান ফর্ম তাকে ওয়ানডে দলে রাখার মতো বলে উল্লেখ করেছেন মাশরাফি,

‘ওয়ানডেতে ২০১৫ সালের মত ফর্মে হয়ত নেই, তবে যেটুকু আছে সেটা ওর মতো একজনকে বাদ দেওয়ার মত নয়।’

সামনের দিনগুলো বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে রিয়াদকে হারানো দলের জন্য ক্ষতিকর হবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ‘সামনের সময়টুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ। র‌্যাঙ্কিংয়ে জায়গা ধরে রাখতে এই সিরিজ গুরুত্বপূর্ণ।

এরপর আয়ারল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর পাকিস্তান সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রিয়াদকে হারানো আমাদের জন্য ভালো কিছু হবে না। নতুন কাউকে এই সময়ে আনা, গুরুত্বপূর্ণ সময় বা বড় টুর্নামেন্টে কেমন করবে, আমি ঠিক নিশ্চিত নই। নতুন ওই ক্রিকেটারের জন্যও চাপ হয়ে যাবে।’



মন্তব্য চালু নেই