ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট

ড্যাফোডিলকে ৭২ রানে হারাল গণ বিশ্ববিদ্যালয়, ম্যান অফ দ্যা ম্যাচ হৃদয়

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ শনিবার সকাল ৮ টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০১৭’ এর উদ্বোধনী ম্যাচে ব্যাট বলের লড়াইয়ে মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্রিকেট দল।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক সিয়ামের নেতৃত্বে গণ বিশ্ববিদ্যালয় ২ উইকেটে ১৩৮ রান করে। পরের ইনিংসে প্রথম ওভারে হ্যাট্রিক উইকেট সহ ২ ওভারে ১০ রান দিয়ে মোট ৫ উইকেট তুলে নেয়া গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের হৃদয়। টপাটপ উইকেটের এমন পতনে নিমিষেই খেই হারিয়ে ফেলে ড্যাফোডিলের ব্যাটসম্যানেরা। ১ বল বাকি থাকতেই মাত্র ৬৬ রান নিয়ে অল-আউট হয়ে যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ৭২ রানে হাসতে হাসতে জয় ছিনিয়ে আনে গণ বিশ্ববিদ্যালয়।

ম্যাচ শেষে হৃদয়’কে ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেয়ার সময় হৃদয় বলেন: “সবাই অনেক পরিশ্রম করেছেন। দলের সকলের প্রচেষ্টায় যেভাবে জিতেছি এভাবে খেলতে থাকলে নিশ্চয়ই বিজয়ী হব”।

খেলা চলাকালীন সময়ে ধারাভাষ্যকার বলেন: “খেলা দেখেই মনে হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় অনেক অনুশীলন করে এসেছে। আগামি খেলাগুলোতে তারা অবশ্যই ভালো করবে”।

দেশের খ্যাতনামা ক্রিকেটার আকরাম খান এবং খালেদ মাসুদ পাইলটের উদ্যোগে গঠিত থ্রি ক্রিকসের আয়োজনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৮ এপ্রিল থেকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। .



মন্তব্য চালু নেই