ডেটিং পরিকল্পনার ক্ষেত্রে প্রেমিকার ইচ্ছাই প্রেমিকের কর্ম

ডেটিং পরিকল্পনার ক্ষেত্রে সর্বময় কর্তৃত্ব থাকে প্রেমিকার হাতে। আর প্রেমিকরা তাদের শুধু অনুসরণ করেন। ডেটিং অ্যাপ ‘ট্রুলিম্যাডলি’ গোটা ভারতজুড়ে এক জরিপ চালায়। সেখানে এসব তথ্য উঠে এসেছে।

জরিপের ৪৬ শতাংশ নারী জানান, দুজন দেখা করতে দিনক্ষণ ঠিক করার কাজটি নিজেদের দায়িত্বে রাখতে চান তারা। এ কাজের দায়ভার প্রেমিকার হাতে দিয়েই সন্তুষ্ট থাকেন ৬২ শতাংশ পুরুষ।

ট্রুলিম্যাডলি এর সিইও শচীন ভাটিয়া এক বিবৃতিতে জানান, অনলাইন ডেটিংয়ের ক্ষেত্রে এখন নারীদের মধ্যে কোনো অস্বস্তি কাজ করে না। কোনো পুরুষের সঙ্গে মনের মিল হলেই তারা দেখা করা বা সম্পর্ককে এগিয়ে নেওয়ার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নিয়ে নেন।

এ জরিপে আরো দেখা গেছে, কর্মক্ষেত্রে এবং সম্পর্ক উভয় ক্ষেত্রে নারীদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। জরিপের ৫৩ শতাংশ নারী ক্যারিয়ারের পাশাপাশি একটা পূর্ণাঙ্গ সম্পর্কের স্বাদ পেতে চান।

৪৮ শতাংশ নারী পেশিবহুল পুরুষ নয়, বরং বুদ্ধিমান সঙ্গী চান। আবার ৫২ শতাংশ পুরুষ সঙ্গিনীর সৌন্দর্যের চেয়ে সফলতাকে বেশি প্রাধান্য দিয়েছেন।

এদিকে, ৪৭ শতাংশ পুরুষ এবং ৪৮ শতাংশ নারী যার যার সঙ্গী বা সঙ্গিনীকে ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে দিতে রাজি আছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস



মন্তব্য চালু নেই