‘ডুব’ থেকে আপত্তিকর তথ্য বাদ দিতে হবে : শাওন

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবির অভিনয়শিল্পী এবং সংবাদমাধ্যম থেকে শুনেছি, ছবিতে হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে। যদি তিনি ছবিটি মুক্তি দিতে চান, তবে সেই আপত্তিকর তথ্যগুলো বাদ দিতে হবে। বললেন মেহের আফরোজ শাওন। ‘ডুব’ নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হওয়ায় আজ রোববার দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভাবনে সংবাদ সম্মেলন আয়োজন করেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাওন বলেন, ‘আমি ভারতের পত্রিকা আনন্দবাজারের মাধ্যমে জানতে পারি, নির্মাতা (মোস্তফা সরওয়ার ফারুকী) তাদের বলেছেন, তার ছবিটি হুমায়ুন আহমেদের জীবনের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। এছাড়া নানাভাবে আমার কাছে তথ্য এসেছে, তার ছবিতে হুমায়ুন আহমেদকে বিতর্কিতভাবে তুলে ধরা হয়েছে। তার প্রেক্ষিতে, সেন্সর বোর্ডকে চিঠি দিয়ে আমার আপত্তির কথা জানিয়েছি। এজন্য ছবিটি মুক্তির ব্যাপারে সেন্সর বোর্ড ইতিপূর্বে দেওয়া তাদের অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেয়।’

বাংলাদেশে না পারলেও নির্মাতা তার ছবি ভারত এবং বিশ্বের অন্যান্য দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন, এ ব্যাপারে শাওন বলেন, ‘আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হলে তার বিরুদ্ধে কী আইনী পদক্ষেপ নিতে হবে, এ ব্যাপারে আমার কোন ধারণা নেই। তবে নিয়ম অনুসারে যা করতে হয়, তা করব।’

ছবি সম্পর্কে আপনার আপত্তির কথা আগে নির্মাতাকে জানিয়েছিলেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাওন বলেন, ‘যিনি নির্মাণ করছেন, তিনিই জানেন কী নির্মাণ করছেন। যদি হুমায়ুন আহমেদ সম্পর্কে কোনো তথ্য দিয়ে থাকেন, তবে গোড়াতেই তা আমাকে জানানো উচিত ছিল। সেখানে আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে হুমায়ুন সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য তিনি (নির্মাতা) সংযোজন করেছেন, তাতে আমি বিষ্মিত।’

সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘ডুব’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। এরপর হুমায়ুন আহমেদ সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয়েছে—এ অভিযোগ এনে সেন্সর বোর্ডে আপত্তি জানিয়ে চিঠি দেন মেহের আফরোজ শাওন। এর প্রেক্ষিতে গতকাল শনিবার সেন্সর বোর্ড এ ছবির ছাড়পত্র প্রত্যাহার করে।



মন্তব্য চালু নেই