ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির আকর্ষণ ঝুলন্ত সেতু। হ্রদের পানির বিপদসীমা অতিক্রম করায় রবিবার কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দিয়ে হ্রদের অতিরিক্ত পানি ছাড়া হয়েছে। পানি ছাড়ার কারণে স্রোত বাড়ায় রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনায় কর্ণফুলীর নদীর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পানি বৃদ্ধির কারণে কাপ্তাই হ্রদের পাড়ে নির্মাণ করা বাড়িঘর ডুবে গেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়ার কারণে টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে। সেতুটির পাটাতন যেন পানিতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করছেন কর্মচারীরা।

কর্ণফুলী কাপ্তাই বাঁধের ব্যবস্থাপক আব্দুর রহমান বলেন, হ্রদে বর্তমানে ১০৬.২৫ ফিট এমএসএল লেভেল পর্যন্ত পানি রয়েছে। সর্বোচ্চ ১০৯ ফিট এমএসএল পর্যন্ত পানি রাখা যায়। পানি বাড়তে থাকায় স্পিলওয়ের ১৬টি দরজা দিয়ে পানি ছাড়া হচ্ছে।



মন্তব্য চালু নেই