ডিসেম্বরে ‘জসিম উৎসব’

ঢালিউডে অ্যাকশন ধারার অন্যতম প্রবর্তক জসিমের স্মরণে ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জসিম উৎসব’। আয়োজন করছে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি।

রাজধানীর বিএফডিসিতে ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় শুরু হবে ‘জসিম উৎসব ২০১৬’। উপস্থিত থাকবেন চলচ্চিত্রের নানা অঙ্গনের জনপ্রিয় মুখ, কণ্ঠশিল্পী, মডেল ও সাংবাদিক।

উৎসবে জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন অতিথিরা। থাকছে সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান করবেন জসিমের ছেলে রাহুল। এমনটি জানালেন জসিম স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল।

উৎসবের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্যান্ড লাল সবুজের দল (ব্যান্ড)।

দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’-এ খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জসিমের চলচ্চিত্র জীবন শুরু হয়। পরবর্তীতে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিষেক হয়। জসিম অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— রংবাজ, রাজ দুলারী, তুফান, জবাব, নাগ নাগিনী, বদলা, বারুদ, কসাই, লালু মাস্তান, নবাবজাদা, অভিযান, কালিয়া, বাংলার নায়ক, গরীবের ওস্তাদ, ভাইবোন, মেয়েরাও মানুষ, পরিবার, বুকের ধন, স্বামী কেন আসামি, লাল গোলাপ, দাগী, টাইগার, হাবিলদার ও ভালোবাসার ঘর।

জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন, মারা যান ১৯৯৮ সালের ৮ অক্টোবর। জসিম স্মৃতি একাডেমি সূত্রে জানা যায়, প্রতিবছর ডিসেম্বরে এফডিসিতে ‘জসিম উৎসব’ পালিত হবে।



মন্তব্য চালু নেই