ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত

হামিদা আক্তার বারী,ডিমলা (নীলফামারী) থেকে : ২৬ মার্চ প্রথম প্রহরে (১২.০১) একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে নীলফামারীর ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

উপজেলার শুটিবাড়ী মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ”স্মৃতি অম্লান” এ ফুল ও পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনসহ সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ,রাজনৈতিক সংগঠন, ব্যক্তি সংগঠনসহ নানা পেশার মানুষ।

BIJOY DIBOSH-3

উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, প্রেস ক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা পেশার মানুষ এবং শিশু-কিশোরের ঢল নামে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাতে।

এ সময় দলমত নির্বিশেষে সবাই মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। পরে সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে দিবসটিতে কুচকাওয়াচ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা নানা রকম শারীরিক কচরত ও নাট্যাভিনয় প্রদর্শন করে।



মন্তব্য চালু নেই