ডিমলায় চ্যালেঞ্জ টিবি প্রকল্পের সিএইচসিপিদের সাথে মতবিনিময় সভা

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: বুধবার ১৬ মার্চ নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও চ্যালেঞ্জ টিবি,এমএসএইচ বাংলাদেরশর সহযোগীতায় এবং অর্গানাইজ সংস্থা ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লিগ্যু (ল্যাম্প হসপিটাল) এর অর্থায়নে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ্ কেয়্রা প্রোভাইডার (সিএইচসিপিদের) সাথে টিউবারক্লোসিস (যক্ষা) বিষয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম নিয়ে ৬ মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেড এ সিদ্দিকীর শুভ উদ্বোধনী ঘোষনার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের নীলফামারী জেলা কো-অর্ডিনেটর দেব দুলাল,নীলফামারী সদর উপজেলা প্রোগ্রাম সাপোর্ট কো-অডিনেটর আব্দুল কাইয়ুম,ডিমলা উপজেলা প্রোগ্রাম সাপোর্ট কো-অর্ডিনেটর ওমর ফারুকী। এ সময় যক্ষা বিষয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটি ইউপিআই অজিত কুমার সিংহ রায়,স্বাস্থ্য পরিদর্শ (ইনচার্জ) মো: লোকমান হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মহাদেব কুমার রায় প্রমূখ। উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে শিশু পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সম্মক ধারনা দেয়ার উদ্দেশ্যে হাতে কলমে শিক্ষা দানের জন্য একটি শিশুর ওজন, উচ্চতা ও মুয়াক পরিমাপ করে সকলকে দেখানো হয়।



মন্তব্য চালু নেই