ডিমলায় কোয়েল পাখির প্রজেক্ট উদ্বোধন : প্রশিক্ষন কর্মশালা

হামিদা আক্তার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার ১৭ নভেম্বর নীলফামারীর ডিমলা উপজেলায় সদরে একটি বৃহৎ আকারে কোয়েল পাখির প্রজেক্ট এর শুভ উদ্বোধন করা হয়। এ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারীর মমতাজ এগ্রো কমপ্লেক্সের আয়োজনে কোয়েল পাখি প্রজেক্ট একটি লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে সংক্ষিপ্ত প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন উক্ত কমপ্লেক্সের এমডি মমতাজ হোসেন। প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স মিডিয়া চ্যানেল আই এর নীলফামারী জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ারুল হক, ডিমলা উপজেল প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মোঃ রাশেদুল হক, বিশিষ্ট সমাজ সেবক আঃ গফুর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমূখ। ডিমলা উপজেলা সদরের আলম ফিলিং সেন্টারের ২’শ গজ উত্তর পশ্চিমে প্রায় ১৬ বিঘা জমির উপর প্রায় ১৫ হ্জাার কোয়েল পাখি নিয়ে প্রজেক্টটি শুরু করা হলো বলে জানিয়েছেন উক্ত প্রজেক্টের সহকারী পরিচালক মোঃ মোজ্জাম্মেল হক সরদার। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রশিক্ষন কর্মশালায় স্থানীয়দের মধ্যে প্রায় দুই শতাধিক অংশগ্রহনকারী প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। কর্মশালায় নীলফামারীর মমতাজ এগ্রো কমপ্লেক্সের পরিচালক মমতাজ হোসেন বলেন, এ অঞ্চলের মানুষ কোয়েল পাখি ব্যবসায় অনেক লাভ হতে পারে কিংবা এ পাখিগুলি বাসায় রেখেও বাড়ীর অন্য অর্থাৎ হাস-মুরগী পালনের পাশাপাশি কোয়েল পাখিও পালন করা যেতে পারে। এতে করে মানুষে আয় বৃদ্ধি পাবে। তিনি বলেন, খুব সহজেই এসব কোয়েল পাখির প্রজেক্ট গড়ে তোলা সম্ভব। কর্মশালায় ডিমলা প্রজেক্টেরে সহকারী পরিচালক মোজাম্মেল হক সরদার উপস্থিত সকলের দোয়া চেয়ে বলেন সকলের সহযোগীতা পেলে এ ব্যবসার পরিধি আরো বাড়ানো হবে। তিনি বলেন, হাতে অনেক পরিকল্পনা আছে কোয়েল পাখির প্রজেক্ট দিয়েই শুরু করা হলো এই বৃহৎ আকারের প্রকল্পটি।



মন্তব্য চালু নেই