ডিমলায় কমিউনিটি পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ২১ অক্টোবর সকালে নীলফামারীর ডিমলা উপজেলায় ডিমলা থানার উদ্যোগে ও খগাখড়িবাড়ী ইউপি’র আয়োজনে ৪ নং খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে কমিউনিটি পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী।

বিশেষ অতিথি ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন,উক্ত ইউনিয়নের বিএমআই কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মাহফুজা বেগম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুল রহমান আরিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক, নারী নেত্রী জাহানারা বেগম প্রমূখ।কমউিনিটি পুলিশিং এর মত বিনমিয় সভায় ডিমলা থানার এসআই সাহাবুদ্দিন এর সঞ্চালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য আবু কালাম,পুলিশিং কমিটির সদস্য সফিয়ার রহমান প্রমূথ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু মারুফ হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ যেমন করে এলাকার অপরাধ ,দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করছে ঠিক তেমনি ভাবে স্থানীয় জনগণ অর্থাৎ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। পুলিশের সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এসব অপরাধ নিমূর্লে কাজ করতে হবে। তবেই সম্ভব আপনার এলাকার অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করা।

তাছাড়াও আপনারা কোথায় কোন অপরাধের খবর পেলে আপনাদের এলাকায় পুলিশিং কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে পারেন । পুলিশিং কমিটির সদস্যরা থানায় জানালে তা দ্রুত পদক্ষেপ নিবে পুলিশ।

এ সময় মুক্ত আলোচানায় এলাকাবাসী অংশ গ্রহন করে বলেন, পুলিশকে সত্যিকারের বন্ধু হতে হবে জনগণের। পুলিশ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলে কাজ করে যেতে হবে। তবে সমাজ ও দেশ থেকে অপরাধ অনেকটা কমে আসবে বলে তারা আমা প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই