ডিমলার চরাঞ্চলে সিএলপি’র স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন

হামিদা আক্তার বারী, ডিমলা (নীলফামারী) থেকে: আজ রোববার ৭ ফ্রেব্রুয়ারী সকালে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পূর্বখড়িবাড়ী গ্রামের চরাঞ্চলে বসবাসকারী দরিদ্র ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসরাম শাহিন।

পরিদর্শনকালে তিনি কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজেও এ সেবার আওতায় সেবা গ্রহন করে রক্তচাপ পরীক্ষা করেন।

জানা যায়, বে-সরকারী সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্রিমেন্টশন (পপি)’র তত্বাবধায়নে ও ইউকে এইড’র অর্থায়নে চর জীবিকায়ন কর্মসূচী (সিএলপি)’র প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা-পরিবার পরিকল্পনা প্রকল্পের মাধমে চরাঞ্চলের টাপুর চর, চর খড়িবাড়ী, পূর্বখড়িবাড়ীর চর ও ১ নং চর খড়িবাড়ীর চারগ্রামে চারটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে ৬৭৮ জন স্বাস্থ্য সেবা গ্রহনকারীকে এ সেবার আওতায় এনে এ স্বাস্থ্য সেবা প্রদানর করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতি মাসের নির্ধারিত দুইদিন অর্থাৎ ১৫ দিন পর পর এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থাকে। টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন এর পরিদর্শন কালে সফরসঙ্গী হিসেবে ছিলেন উক্ত সংস্থার পিএম আখতারুজ্জামান সরদার,কমিউনিটি উন্নয়ন ফেসিলেটেটর আখতারুজ্জামান হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন প্রমূখ।



মন্তব্য চালু নেই