ডিআরইউতে ২৯ সাংবাদিক স্থায়ী ও ১৩২ জন নতুন সদস্য

চলতি বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি ২৯ জন সাংবাদিককে স্থায়ী সদস্য ও ১৩২ জন সাংবাদিককে নতুন সদস্য করার সুপারিশ করে তালিকা প্রকাশ করেছে। ডিআরইউ কার্যালয়ে শনিবার (২০ আগস্ট) সকালে এ তালিকা প্রকাশ করা হয়।

ডিআরইউর গঠনতন্ত্রের ৬ ধারা অনুযায়ী ১০ আগস্ট গঠিত বাছাই কমিটির সভায় এ তালিকা করা হয়। বাছাই কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ডিআরইউর গঠনতন্ত্রের ৪(গ) ধারা অনুযায়ী সংগঠনের অন্য সদস্যের সুপারিশকৃত কোনো সদস্যের বিষয়ে কোনো মতামত বা অভিযোগ বা আপত্তি থাকলে তা আগামী ৭দিনের মধ্যে ডিআরইউ কার্যালয়ে লিখিতভাবে জানাতে পারবে। প্রাপ্ত মতামত বা আপত্তি বিবেচনাসহ সুপারিশকৃতদের সদস্যপদ প্রদানের বিষয়টি গঠনতান্ত্রিকভাবে কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত করা হবে।



মন্তব্য চালু নেই