ঠোঁটকে আরও মোহময়ী করার সহজ পাঁচটি ঘরোয়া টিপস

শুধু ত্বক ও মুখের যত্ন আপনার সৌন্দর্যকে সম্পূর্ণ করে না৷ আপনার ঠোঁটেরও যত্নের প্রোয়োজন৷ কোন জায়গায় বের হবার সময় ঠোঁটে একটু লিপস্টিক ঘসে নিলেই সুন্দর থাকে না ঠোঁট৷ এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা৷আপনার ঠোঁটকে আরও মোহময়ী করার পাঁচটি উপায়ঃ

১. পানি
প্রথমত পানি খান বেশি করে৷ পানি আপনার ত্বক ও ঠোঁট আর্দ্র থাকবে৷ ঠোঁট ফাটার প্রবণতাও কমবে৷

২. ঘরোয়া টিপস
তেল গরম করে অল্প পরিমাণের চিনি দিয়ে দিন৷ চিনি বাদামী হয়ে গেলে তাতে নারকল তেল মিশিয়ে হাল্কা করে ঠোঁটের চামড়ার উপরে লাগিয়ে নিন৷ এতে আপনার ঠোঁটে রক্ত চলাচল বেড়ে যাবে৷ ফলে ঠোঁট আরও রক্তিম দেখাবে৷

৩. লিপ বাম
স্নান করতে বা মুখ ধুতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে লিপ বাম লাগিয়ে নিন৷ এর পরে উষ্ণ গরম জলে স্নান করুন৷ এতে আপনার ঠোঁট মসৃণ হবে৷

৪. লিপ প্লাম্পার
প্রতিদিন একবার করে ভালো লিপ প্লাম্পার ব্যবহার করুন৷ ঠোঁটে এটি ব্যবহার করার সময় অবশ্যই মুখ যতোটা সম্ভব বড় করে খুলে রাখবেন৷ তাতে আপনার ঠোঁটের সম্পূর্ণ অংশে লিপ প্লাম্পার পৌঁছবে এবং আপনার ঠোঁটকে লাস্যময়ী করে তুলবে

৫. পেপারমিন্ট তেল
আপনার ঠোঁটকে লিপস্টিক না লাগিয়েই তাড়াতাড়ি লাল করতে চান? তাহলে ঠোঁটে অল্প পেপারমিন্ট তেল লাগিয়ে নিন৷ এতে আপনার ঠোঁটে অল্প জ্বালা বা অস্বস্তি হলেও লাল হবে খাসা৷



মন্তব্য চালু নেই