ঠাকুরগাঁওয়ে সকল স্কুলের ছাত্র ছাত্রী আফসানা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

শরিফুল ইসলাম, ঠাকুরগাও প্রতিনিধি ॥ ঢাকাস্থ সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের মেধাবী ছাত্রী আফসানা ফেরদৌসীর খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় ঠাকুরগাওয়ের চৌরাস্তায় খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে র্দষ্টান্তমূলক শাস্তীর দাবী জানিয়েছেন ঠাকুরগাওয়ে সকল স্কুলের ছাত্র ছাত্রী মানববন্ধন অংশ গ্রহণ করেন।

এই সময় বক্ত্যরা খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে র্দষ্টান্তমূলক শাস্তীর দাবী জানিয়েছেন।
গত শনিবার আফসানা ফেরদৌসী কে খুন করে লাশ হাসপাতালে আছে এমন সংবাদ অপরিচিত মোবাইল থেকে আফসানা ফেরদৌসীর মাকে খুনিরা জানায় । মারা যাওয়ার সংবাদ পেয়ে ঠাকুরগাঁ থেকে তার ঢাকাস্থ আত্মীয়স্বজনদের বিষয়টি অবহিত করেন আফসানার মা। ফেরদৌসীর স্বজনেরা খোঁজ নিয়ে ফেরদৌসের লাশ আল-হেলাল হাসপাতালে পান। পরে আল-হেলাল হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ কাফরুল থানায় সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ দেখে শনাক্ত করেন। গত রবিবার আফসানা ফেরদৌসীর লাশ ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ের রুহিয়ায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে ফেরদৌসীর লাশ পৌঁছালে কানিকশালগাঁয়ে শোকের ছায়া নেমে আসে। নিহত আফসানা ফেরদৌসীর রুহিয়া থানার কানিকশালগাঁয়ে গ্রামের আকতার হোসেনের বড় মেয়ে বলে জানা গেছে। এ ঘটনায় কাফরুল থানার পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছেন তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।



মন্তব্য চালু নেই