ঠাকুরগাঁওয়ে বাস্কেট বল খেলার সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেট বল ফেডারেশনের ব্যবস্থাপনায় “তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান বাস্কেট বল খেলোয়াড়দের (বালক/বালিকা) প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান ও সদনপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান ও সদনপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মূকেশ চন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ।

উল্লেখ্য খেলায় ৪টি দলে মোট ৩২ জনকে সনদপত্র প্রদান করা হয়। এবং ৪ জন সারমিন, পলি, তাসমিন ও মুন্নি জাতীয় পর্যায়ে স্থান দখল করে নেয়।



মন্তব্য চালু নেই