ঠাকুরগাঁওয়ে বাঁধনের অর্ধযুগ পূতি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্বার বাঁধন ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাঁধনের অর্ধযুগ পূর্তি ও ডোনার সংবর্ধনা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

শানিবার বাঁধন ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এই বর্ণাড্য রর্‌্যালীটি ক্যাম্পাসের কলা ভবন থেকে শুরু করে পুরো কলেজ প্রদক্ষিন করার পর কলেজ অডিটেরিয়াম রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনিষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মন্ডল, বিশেষ অতিথি ছিলেন ব্যাবস্থাপনা বিভাগের অধ্যাপক একে এস আব্দুল মজিদ ,এছাড়াও বাঁধন কলেজ ইউনিটের সাবেক সভাপতি আবদুল্লাহ, ফরহাদ ও বর্তমান সাধারন সম্পাদক সুজন সহ প্রমুখ। রর্‌্যালী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মিঠু সভাপতি কলেজ ইউনিট।

এসময় উপস্থিত বক্তারা বাঁধনের সেচ্ছায় রক্তদানের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকান্ড তুলে ধরে এর উত্তরত্ত্বোর মঙ্গলকামনা করেন এবং অসহায় মানুষদের পাশে থাকার আহব্বান জানান।



মন্তব্য চালু নেই