ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শুখান পুকুরী ইউনিয়ের কালিকাও গ্রামের অগ্নিকাণ্ডে একটি বাড়ির ৭ টি কক্ষ পুড়ে ছাই। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীরা জানান, রবিবার রাত সাড়ে ১১ টায় ঠাকুরগাও সদর থানার শুখান পুকুরী ইউনিয়ের কালিকাও গ্রামের গড়েয়া ডিগ্রি কলেজের শিক্ষক কালিদাসের বাড়িতে অগ্নিকাণ্ডে ৭ টি ঘর পুড়ে ছাই হয়। মুহূর্তেই আগুন বাড়িব আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই