টয়লেট পেপারে বিয়ের পোশাক

লম্বা, কারুকার্যখচিত সাদা গাউন। দেখে প্রশ্ন তোলার উপায় নেই পোশাকটি কাপড়ের না কাগজের তৈরি। কিন্তু অবাক হবেন যখন শুনবেন ঐতিহ্যবাহী বিয়ের পোশাকটি শুধু কাগজেরই নয়, রীতিমতো টয়লেট পেপারে তৈরি!

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টয়লেট পেপারে তৈরি বিয়ের পোশাকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেরা ১০ ডিজাইনারকে ১০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার নিয়মাবলী খুবই সহজ। অনুষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা লোরা গায়েন জানান, টয়লেট পেপার, যে কোনো ধরনের ফিতা ও যে কোনো ধরনের গ্লু (আঠা) দিয়ে পোশাক বানানো যায়।

পোশাক তৈরির কাজে সুই ও সুতা ব্যবহার করতে পারলেও কোনো ধরনের কাপড় ব্যবহার করা যাবে না।

এ ধরনের পোশাক দেখতে বেশ আকর্ষণীয় হলেও তৈরিতে সময় ও শ্রম লাগে যথেষ্ট। প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করা পোশাকটি তৈরিতে কতদিন লেগেছে জানেন? মাত্র তিন মাস!



মন্তব্য চালু নেই