ট্রাফিক আইন অমান্য করায় একদিনে সাড়ে ৩ হাজার মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোসহ নানা অভিযোগে এক দিনে রেকর্ড সংখ্যক মোট ৩ হাজার ৫৬৭টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার ডিএমপির ট্রাফিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিভাগের বিভিন্ন এলাকার পয়েন্টে এসব মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয়।

সোমবারের অভিযানে এসব মামলা দায়ের করে যানবাহন থেকে মোট ৫ লাখ ৫৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৭৫টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। অবৈধ পার্কিংসহ নানা অপরাধে ৪১০টি গাড়ি রেকার করে জরিমানা আদায় করা হয়।

দেশের যানজট নিরসন ও সবাইকে ট্রাফিক আইনের প্রতি সচেতন করতে এই উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। এর অংশ হিসেবে রোববারও ২ হাজার ৮০০ মামলা করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই