ট্রাক থেকে পড়ে হেলপার নিহত

অতিরিক্ত মাল বোঝাই চলন্ত ট্রাকের উপরে তাঁরে লেগে পড়ে গিয়ে ট্রাক হেলপার খলিলুর রহমান(৪৫) নিহত হয়েছে।
জানা গেছে, শহরের বাহাদুর বাজার এলাকা থেকে একটি ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করে শহরের বাইরে যাওয়ার সময় শহরের লিলির মোড়ে ট্রাকের উপরে থাকা হেলপার খলিলুর রহমান তাঁরের সাথে লেগে পাকা রাস্তার উপর পড়ে যায়। খলিলুর রহমান ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। খলিলুর রহমানের বাড়ী বগুড়া জেলার ধর্মপুর গ্রামে। এব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত জনতা খোভ প্রকাশ করে মন্তব্য করেন, ট্রাক গুলোতে নির্দিষ্ট পরিমানের চেয়ে অনেক বেশী মাল লোড করার ফলে ট্রাকের উপর অনের উঁচু হয়ে যায়। আর সেই উঁচু স্থানে বসে থাকে ট্রাকের হেলাপার। অপর দিকে বিদ্যুৎ উন্নয় বোর্ড ও টিএন্ডটি বোর্ডের অনেক তার থাকার পরও কিছু তার ঝুলন্ত অবস্থায় থাকে ডিস লাইনের যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব তারে লেগে অনেক দুর্ঘটনাই ঘটছে কিন্তু দেখার কেউ নেই। এসব তাঁর ঝুকিপূর্ণ অবস্থায় আছে। এছাড়াও কিছু ব্যানার লাগানো হয় অত্যন্ত নীচে। যাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দিনাজপুর শহরে প্রতিটি রাস্তার উপরে বিপত জনক অবস্থায় রয়েছে ডিস লাইনের তার আর বিভিন্ন দল বা কোম্পানীর ব্যানার গুলো। এব্যাপারে পৌর কর্তৃপক্ষে এবং জেলা প্রশাসনের আশু দৃষ্টি প্রয়োজন।

বিরামপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত:
বিরামপুর উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ অক্টোঃ) বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোল¬া, মহিলা ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নেছা, খাদ্য কর্মকর্তা রেজাউল হক, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, মৎস কর্মকর্তা নূর নবী, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আঃ মজিদ চৌধুরী, সিরাজুল ইসলাম, আইএমএফ কর্মী আক্কাস আলী, সাংবাদিক আমিরুল ইসলাম প্রমূখ।



মন্তব্য চালু নেই