মোটরসাইকেলের ডিশ ব্রেকই কাল্ হলো

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্য মিলন হোসেন (২৪) উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার কোটার মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ওয়ানটেস্ট (নম্বরবিহীন) পালসার মোটরসাইকেল যোগে মিলন হোসেন কলারোয়া আসার পথে কোটার মোড় এলাকায় পৌছুলে বিপরীতমুখি যশোরগামী একটি ট্রাককে সাইট দিতে গিয়ে তিনি নিজের মোটরসাইকেলের সামনের চাকার ডিশ ব্রেক (হাইড্রোলিক ব্রেক) ধরেন। এসময় সে ছিটকে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে দ্রুতগতির ওই ট্রাকটির চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পারিবারিক সূত্র জানায়, বান্দরবন সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর সৈনিক মিলন হোসেন ছুটি নিয়ে বাড়ীতে বেড়াতে আসেন। বেলা ১২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে যশোর জেলার শার্শার উপজেলার কায়বা গ্রামের খালু গফ্ফারের বাড়ী থেকে কলারোয়ায় আসার পথে কোটার মোড়ে পৌছুলে বিপরীতমুখি দ্রুতগতির একটি ট্রাক সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গাড়িটি তার মাথার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবর রহমান, সেকেন্ড অফিসার সোয়েব আলী ঘটনাস্থল থেকে নিহত সেনা সদস্যসের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক সম্ভব হয়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরণের প্রস্তুতি চলছিল। এদিকে, নিহতের বাড়িতে স্বজনদের শোকের মাতমে পরিবেশ ভারি হয়ে উঠেছে।



মন্তব্য চালু নেই