টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুর সাড়ে বার টার দিকে স্কুল চত্ত্বর থেকে বন বিভাগের সৌজন্যে চারাগুলো বিতরণ করা হয়। চারাগুলোর মধ্যে আমলকি, জাম ও মেহগনি।

চারা বিতরণকালে টেকনাফ ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ অধিবায়ক লেঃ কর্ণেল মোঃ আাবুজার আল জাহিদ বলেন, একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে আরও দশটি গাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।

স্কুল শিক্ষক জামালের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফ রেঞ্জের সহকারী বন সংরক্ষক রেজাউল করিম, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ হাসেম মেম্বার, একরামুল হক কাউন্সিলর, মোঃ ইউনুছ, আবদুল আজিজ ও স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।



মন্তব্য চালু নেই