টেকনাফ প্রশাসনের সাথে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্টিত

টেকনাফ স্থল বন্দরের রাজস্ব বৃদ্ধি, মাদক মুক্ত বিষয়ে প্রশাসন, বাণিজ্য ব্যবসায়ী, গাড়ীর মালিক, শ্রমিকদের সাথে বৈঠক অনুষ্টিত হয়। গত ৯ ডিসেম্বর টেকনাফ উপজেলা পরিষদ পাবলিক হল মিলানায়তনে উপজেলা টাস্কফোর্সের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার ক্যাপ্টেন আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার, টেকনাফ স্থল বন্দরের ম্যানেজার আব্দুল খালেক, কাষ্টম সুপার ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও বাণিজ্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দিদার হোসেন, সাধারণ সম্পাদক এহেতেশাম বাহাদুর।

এ ছাড়া মালিক শ্রমিক পক্ষে আব্দুর রাজ্জাক মেম্বার, আবু তাহের, উমরাজ পুতু, মোঃ শফি সহ বন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

সভায় ট্রাকের কালো তালিকা ভূক্ত চালক হেলপারদের মাধ্যমে বাণিজ্য মালামাল বহন না করা, ট্রান্সপোর্ট থেকে গাড়ী সরবরাহ করার সময় গাড়ীর চালক হেলপারদের বায়োডাটা সম্বলিত অঙ্গিকার নামা প্রদান পূর্বক গাড়ীতে মালামাল বুঝায় করে নিদিষ্ট স্থানে পৌছে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া টেকনাফ স্থলবন্দরকে মাদক মুক্ত রাখা ও রাজস্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।



মন্তব্য চালু নেই