টেকনাফ উপজেলায় ভোটার হালানাগাদের তথ্য যাচাই বাছাই শুরু

টেকনাফ উপজেলা নিবার্চন অফিস ভোটার হালনাগাদ করণ কার্যক্রম ২০১৫ এ তথ্য যাচাই বাছাই কাজ শুরু হয়েছে।

উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এ কার্যক্রম চলবে। সেন্টমার্টিন ইউনিয়ন ২ সেপ্টেম্বর। হোয়াইক্যং ইউনিয়ন ১ ও ২ নং ওয়ার্ডে, ৪ সেপ্টেম্বর ৩,৪,৫,৬ নং ওয়ার্ড, ৫ সেপ্টেম্বর ৭,৮,৯ নং ওয়ার্ড, ৬ সেপ্টেম্বর। হ্নীলা ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড ৭ সেপ্টেম্বর, ৪,৫,৬ নং ওয়ার্ড ৮ সেপ্টেম্বর, ৭,৮,৯ নং ওয়ার্ড ৯ সেপ্টেম্বর। টেকনাফ সদর ইউনিয়ন ১,২,৩,৪ নং ওয়ার্ড ১০ সেপ্টেম্বর, ৫ ও ৬ নং ওয়ার্ড ১১ সেপ্টেম্বর, ৭,৮,৯ নং ওয়ার্ড ১২ সেপ্টেম্বর। সাবরাং ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড ১৩ সেপ্টেম্বর, ৪,৫,৬ নং ওয়ার্ড ১৪ সেপ্টেম্বর, ৭,৮,৯ নং ওয়ার্ড ১৫ সেপ্টেম্বর। বাহারছাড়া ইউনিয়ন ১,২,৩,৪,৫ নং ওয়ার্ড ১৬ সেপ্টেম্বর, ৬,৭,৮,৯ নং ওয়ার্ড ১৭ সেপ্টেম্বর। টেকনাফ পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ড ১৮ সেপ্টেম্বর ও ৪,৫,৬,৭,৮,৯ ন ওয়ার্ড ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যাচাই বাছাই কাজ চলবে। এদিকে নির্বাচন অফিস সূত্রে জানায় ২০১৫ ভোটার হাল নাগাদে প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ হাজার ২ শ ১০ টি ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২ হাজার ৭৬ টি মোট ১১ হাজার ২ শ ৮৬ টি ফরম সরবরাহ করা হয়েছে।

এগুলোর মধ্যে যাচাই বাছাই অনুষ্টিত হবে। এতে উপজেলা নিবার্হী অফিসারের নের্তৃত্বে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি এবং স্ব-স্ব ইউনিয়ন, পৌরসভার চেয়ারম্যান, মেয়র ও ওয়ার্ডের মেম্বার ও কমিশনারগণ উপস্থিত থাকবেন।



মন্তব্য চালু নেই