টেকনাফে বিজিবি‘র অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৩

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১ আগস্ট সময় দুপুর ১২ ঘটিকায় টেকনাফস্থ নাজিরপাড়া বিএসপি পোষ্টের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে ৩ জন আসামীসহ ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন (১) মোঃ ফরিদ আলম (২০), পিতা- মোঃ জাফর আলম (২) মোঃ শরিফ আলম (১২), পিতা- মোঃ ইসহাক উভয়ের গ্রাম- নাজিরপাড়া, (৩) মোঃ ইব্রাহিম (১৩), পিতা- মোঃ আব্দুল মালেক, গ্রাম- শীলবুনিয়াপাড়া সকলের পোষ্ট- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। বিজিবির টহল দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মায়ানমার হতে ইয়াবার একটি চালান নাফ নদী পাড় হয়ে টেকনাফস্থ নাজিরপাড়া বিএসপি পোষ্টের পশ্চিম পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে উপস্থিত হলে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে টহল দল ধাওয়া করে তাদের ৩ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টহল দল ধৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে মোঃ ফরিদ আলম এর পরিহিত লুঙ্গির সাথে কোমড়ে বাঁধা অবস্থায় ১ টি পোটলা উদ্ধার করে। পোটলাটি খুলে গণনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও ধৃত আসামীদেরকে টেকনাফ থানায় সোপর্দ করতঃ ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।



মন্তব্য চালু নেই