টেকনাফে পুলিশের অভিযান ট্যাক্সি ক্যাব থেকে ৩২ হাজার পিস ইয়াবাসহ আটক-৪

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাড়িঁর অভিযান ট্যাক্সি ক্যাব তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ হাজার পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলেন চট্রগ্রাম বায়েজিদ বোস্তামি এলাকার নজরুল হোসাইন (২৯), চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ২ নং ওয়ার্ডের মনসুর আলম (৪৩), টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার হামিদ হোসেন (২৮) ও কুমিল্লা বুড়িচং রামপুরার শাহজাহান খাঁন (৩১)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত পৌনে ২ টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইন চার্জ উপ-পরিদর্শক (এসআই) সরুজ রতন আচার্য্যের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনের এলাকায় চট্টগ্রামগামী একটি ট্যাক্সি ক্যাবে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৬ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হবে জানান ওই পুলিশ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই